কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ শ্রী কৃষ্ণের ৫২৪৭তম আর্বিভাব তিথি উপলক্ষে যশোরের কেশবপুরে দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওয়াহিদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার। গীতা পাঠ করেন দেবালয়ের কেন্দ্রীয় শিক্ষক শোভন ব্যানার্জী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, প্রচার সম্পাদক ভাইস-চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পার্থ ব্যানার্জী , শাওন মিত্র ও বিভিন্ন ইউনিয়নের পুজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মহামারী করোনা ভাইরাস মুক্ত ও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।