শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হরিশ্বরন ফুরক্বানিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন মুন্সীবাজারের উদ্যোগে গতকাল ০৪.০৩.২০২৪ইং রোজ সোমবার বেলা ২ ঘঠিকা হইতে মধ্যরাত পর্যন্ত হাজি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাও: শায়েক আহমদের পরিচালনায় শতশত মানুষের উপস্থিতিতে খতমে কোরআন খতমে খাজেগান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, মাও: শাহ ফয়সল আহমদ হেলালী,খলিফা ফাহেহাবাদ দরবার শরিফ, কুমিল্লা, প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন,মাও: নুরুল আমিন আনোয়ারী,রবিরবাজার, প্রধান আকর্ষন হিসেবে আলোচনা পেশ করেন, মাও: মামুনুর রশীদ আল মামুন, ইসলামী আলোচক, একুশে টিভি ঢাকা,বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন,মাও: মুস্তাকিম আহমদ,খতিব চুবরা জামে মসজিদ মৌলভীবাজার, মাও: তরাজুল ইসলাম, শিক্ষক আহমদ নগর দাখিল মাদরাসা,মাও: সেলিম আহমদ হাসানী,খতিম,শ্যামেরকোনা বড়বাড়ী জামে মসজিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ফুরকানিয়া জামে মসজিদের সভাপতি মিজানুর রহমান তরফদার, শেখ জহুর আলী,আব্দুর রশিদ, ইসরাইল আহমদ,জাহাঙ্গীর আলম,হোসেন আহমদসহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
লতিফিয়া ইসলামী যুব সংঘের সাধারন সম্পাদক,খালেদ মাহমুদ সুজন,সহ-সভাপতি-মিজানুর রহমান মাস্টার সহ-সভাপতি-নাসির আহমদ সহ-সাধারন সম্পাদক-নুরুল ইসলাম তানভীর সহ-সাধারন সম্পাদক-সায়েল আহমদ
সহ-সাধারণ সম্পাদক- জায়েদ আহমদ সাংগঠনিক সম্পাদক-পাবেল আহমদ
সহ-সাংগঠনিক সম্পাদক-সাকিব আহমদ১
সহ-সাংগঠনিক সম্পাদক-উজ্জ্বল আহমদ
সহ-সাংগঠনিক সম্পাদক-এবাদুর রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক-আব্দুল কাইয়ুম অর্থ সম্পাদক- রিয়াদ আহমদ প্রচার সম্পাদক-জাকির হোসেন সহ-প্রচার সম্পাদক-তাকবিরুল ইসলাম সহ-প্রচার সম্পাদক-সানি মিয়া সহ প্রচার সম্পাদক-আতিক চৌধুরী অফিস সম্পাদক-সাকিব আহমদ সহ-অফিস সম্পাদক-সালাউদ্দিন আহমদ সমাজ কল্যাণ সম্পাদক-সায়মন মিয়া সহ সমাজ কল্যাণ সম্পাদক-শাহী মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক-নাজমুল ইসলাম
সহ ধর্ম বিষয়ক সম্পাদক-জুমান আলী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-শাওন ইসলাম
সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-অপু মিয়া সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- নাঈম আহমদ, কার্যকরী সদস্য-শিপু মিয়া,সামি মিয়া,মামুন বকস, সদস্য-মিনার মিয়া,
নাহিদ মিয়া,রায়মন মিয়া, শাহরিয়া আহমদ।
পরিশেষে: শতশত মুসল্লীদেরকে নিয়ে প্রধান অতিথি মাও: ফয়সল আহমদ হেলালী আখেরী মুনাজাত করেন।লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাও: শায়েক আহমদ বলেন সবার সর্বাত্মক সহযোগিতায় গতকালের লতিফিয়া ইসলামী যুব সংঘের মোবারক মাহফিল অত্যান্ত গুছালো এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
রাব্বে কারিম আমাদের এই মেহনতকে কবুল করুক-আমিন ।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হরিশ্বরন এলাকা, গোবিন্দপুর ও মুন্সীবাজারের সকল চাকুরীজীবি, প্রবাসী,ব্যবসায়ী ও যুব সংঘের সকল কর্মী ভাইদের প্রতি।
আপনাদের আন্তরিকতার কোন প্রতিদান নেই স্বয়ং মহান আল্লাহ তায়ালা এই পরিশ্রমের প্রতিদান দিবেন,আমিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।