বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতি বা লকডাউন বা করোনা ভাইরাস সম্পর্কে পবিত্র বাইবেলের ভবিষ্যৎ বানী। যা পূর্ণ হতে চলেছে। এই বানীগুলোই প্রমাণ করে পবিত্র বাইবেলে যা কিছু লেখা রয়েছে তা সবই সত্য।
(১)সকল মানুষ নিজ ঘরে বন্দী হবে। যিশাইয় ২৬:২০.
(২)সবাই একা হয়ে যাবে। যিরমিয় ১৫:১৭.
(৩)সেই দিন আরাধনা বন্ধ হয়ে যাবে। আমোষ ৮:৩.
(৪)সকল উৎসব শোকে পরিণত হবে। আমোষ ৮:১৩.
(৫)বিবাহ ও অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। যিরমিয় ১৬:৯.
(৬)এই দেশে ক্ষুদ্র ও মহান কেও বাদ যাবে না। যিরমিয় ১৬:৬.
(৭)মানুষ অতি যন্ত্রনায় মরবে। যিরমিয় ১৬:৪.
(৮)মৃতদেহ সকলে ফেলে দেবে। আমোষ ৮:৩.
(৯)শব থেকে দুর্গন্ধ বেরোবে। যিশাইয় ৩৪:৩.
(১০)মহান মহান দেশ কাঁপবে ও সকলে শোক করবে। আমোষ ৮:৮.
(১১)মানুষের অহংকার দূর হবে। যিরমিয় ২:১১.
(১২)ঈশ্বরের বাক্য পূর্ণ হবে। যিশাইয় ৫৫:১১.
(১৩)যুবক যুবতীরা নিরুৎসাহ হবে ধৈর্য্য হারাবে। আমোষ ৮:১৩.
(১৪)মানুষ মনে মনে বলবে কবে এই দিন শেষ হবে। আমোষ ৮:৫.
কলমে : জেমস আব্দুর রহিম রানা, গণমাধ্যমকর্মী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।