![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/5a9e569f-f9c1-4444-8807-b33722114c9b_wl.jpg)
জুমার দিন বা শুক্রবার সপ্তাহের সেরা মহিমান্বিত দিন। এদিনকে বলা হয় ‘ইয়াওমুল জুমা’। মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ এই দিনটি। তাই মুসলমানরা এ দিনে উওম কাপড় পরিধান করে সকল দুনিয়াবি কাজ পরিহার করে বিশেষ ইবাদতে ব্যস্ত থাকেন কারণ এ দিনে মহান আল্লাহ মুমিনবান্দাদের দোয়া কবুল করেন।
তবে জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে ৪৫টি মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, ‘আসরের নামাজের পর থেকে মাগরিব’ পর্যন্ত দোয়া কবুলের সময়। আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) বলেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময় হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।