ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রীশ্রী শ্মশান কালী মাতা মন্দিরে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে বিদ্যার্থী বৈদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় স্বশান মন্দিরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি তপন চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও গোবিন্দ নগর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাসুদেব ব্যানার্জি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সভাপতি সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, সনাতন বিদ্যার্থীর উপদেষ্টা ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ,

ঢাকা বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা নিলয় পাল দীপ্তি, অনিক সরকারসহ অন্যান্যরা।

ধর্মীয় বিষয় নিয়ে নানান আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনাতনী ছাত্র ছাত্রীরা গীতা পাঠ ও ধর্ম বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়ক প্রতিযোগিতা, মঙ্গল প্রদীপ প্রজনন বৈদিক মন্ত্র পাঠ ও গীতা পাঠ ধর্মবিষয়ে বৈঠক সাংস্কৃতিক পরিবেশনা, সচেতনা বিষয়ক সেমিনারের পর বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রসাদ বিতরণ করা হয়।