একই সুরা একাধিকবার রাকাতে পড়ে ফেললে

প্রশ্ন : আমি গতকাল মাগরিব নামাজে মাসবুক হই। ফলে ইমাম সাহেব সালাম ফেরানোর পর এক রাকাত আমি একাকী সম্পন্ন করি। কিন্তু ভুলবশত আমি সেই রাকাতে সুরা ইখলাস পড়ি, যা ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে পড়েছেন। এ অবস্থায় আমার নামাজের বিধান কী? নামাজ কি পুনরায় পড়তে হবে?

ইজাজুল হক, বনশ্রী

উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় নামাজ শুদ্ধ হয়ে যাবে।

পুনরায় পড়তে হবে না। (আজজখিরাতুল বুরহানিয়া : ২/৬৫, আল ফাতাওয়াল বাজ্জাজিয়া : ১/৫৪, আদ্দুররুল মুখতার : ১/৫৯৬, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৩/৩৭৭)

দরুদ শরিফ মানে কী?

প্রশ্ন : আলেমদের মুখে প্রায় দরুদ পড়ার উপকারিতা শুনি। দরুদ আসলে কী? নিজের ভাষায় কি দরুদ তৈরি করে পড়া যায়? দরুদের সংখ্যা কত?

মিন্টু, গাজীপুর

উত্তর : রাসুল (সা.)-এর জন্য বিশেষ বাক্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্তির দোয়া করাকে দরুদ শরিফ বলা হয়।

বিপুলসংখ্যক দরুদ হাদিস শরিফে বর্ণিত হয়েছে। সেগুলো পাঠ করাই সর্বোত্তম ও সর্বাধিক সওয়াবের কাজ। তা সত্ত্বেও কেউ চাইলে নিজের ভাষায়ও এমন দরুদ তৈরি করে পড়তে পারে, যার মধ্যে শিরকি অথবা ইসলামবিরোধী কোনো শব্দ না থাকে। তবে বানিয়ে দরুদ পড়া অনুত্তম। (আহকামুল কোরআন, মুফতি শফী রহ. : ৩/৫০২)

 

কাউকে বিকৃত নামে ডাকা

প্রশ্ন : উঠতি বয়সী ছেলেদের মধ্যে দেখা যায়, বন্ধু-বন্ধুরা দুষ্টুমি করে একে অপরকে বিকৃত নামে ডাকে। ইসলামের দৃষ্টিতে এটি কেমন কাজ?

ছালেহ আহমদ, ফেনী

উত্তর : কারো নাম বিকৃত করে ডাকা গুনাহের কাজ। দুষ্টুমি করেও এভাবে ডাকা থেকে বিরত থাকা অপরিহার্য। আর পেছনের কৃতকর্মের জন্য একে অপর থেকে ক্ষমা চেয়ে নেওয়া আবশ্যক। (সুরা : হুজরাত, আয়াত : ১১, তাফসিরে তবরি : ২২/৩০২)

 

ইস্তিঞ্জায় টিস্যু না নেওয়ার বিধান

প্রশ্ন : অনেকে মূত্রত্যাগ করার পর টিস্যু নেয় না। শুধু পানি নেয়। এ ক্ষেত্রে তাদের কি পবিত্রতা অর্জন হবে?

বেলায়েত হোসেন, রংপুর

উত্তর : যদি সামান্য নড়াচড়া বা কাশি ইত্যাদির মাধ্যমে প্রস্রাবের ফোঁটা আর না আসার ব্যাপারে প্রশান্তি বা নিশ্চিত হয়ে যায়, তাহলে শুধু পানি ব্যবহারের দ্বারাও পবিত্রতা অর্জন হয়ে যায়। তবে পানি ব্যবহারের আগে ঢিলা-টিস্যু ইত্যাদি ব্যবহার করা সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৬, আসসুনানুল কুবরা : ৫৪০, এমদাদুল আহকাম : ১/৪০০)

কলমকথা/রোজ