![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/IMG-20230209-WA0021.jpg)
স্মরণকালের সেরা তাফসীরুল কুরআন মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছিল যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ সিঙ্গিয়া আদর্শ কলেজ চত্বরে।
কলেজের সম্পূর্ণ মাঠ ছাপিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসা মাঠ ও মহাসড়কের দুপাশ ছিল লোকে লোকারণ্য। অরাজনৈতিক ধর্মীয় এই অনুষ্ঠানটি স্ব-শরীরে উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে অনুষ্ঠান স্থলে ছুটে আসেন ধর্মপ্রান মুসল্লিরা।
০৯ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার দুপুর ২টায় সিঙ্গিয়া যুব সংঘের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সিঙ্গিয়া যুব সংঘের সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ক্বারী আব্দুল্লহ্ আল-আমিন (ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা এম. আব্দুল হাই সিদ্দিকী (ঝিনাইদহ)। এসময় যশোর সদরের ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান (রাসেল) ও বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম (তিব্বত) সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে সমগ্র দেশবাসির শান্তি ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া কামনার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। মাহফিল শেষে ইসলামী গান ও নাটক পরিবেশিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।