করোনা প্রতিবন্ধকতায় গত দু’বছর সীমিত পরিসরে উদযাপন করা হলেও এবার নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারাদেশের মতো লালমনিরহাটেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। হিন্দু ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পুজার আয়োজন করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করেছে।

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক সুব্রত লাল রায় বলেন, সকলের অন্তর থেকে অজ্ঞানতার অন্ধকার,দূরীভূত জ্ঞানের আলোয়,উদ্ভাসিত হোক সকলের অন্তলোক,-এই শুভকামনাকে প্রতিপাদ্যে করে শুভ হোক আজকের পৃথিবী।