বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতনের পিতা, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সহকারী সাবেক সভাপতি আব্দুস ছাত্তার মুহরী গত ১৭ইং মার্চ মৃত্যুবরণ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শনিবার(০৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বানভাসা মোড় খুটামারা ছালামিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আকমল হোসেন আহমেদ (পিপি), জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জজ কোর্ট অ্যাডঃ আজিজুল ইসলাম দুলাল, সিনিয়র সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু, জাহাঙ্গীর আলম শাহীন, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুটামারা সালামিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।