![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk20-12.jpg)
ভারতের গুরুগ্রামের মুসলমানদের জনপরিসরে জুমার নামাজ পড়তে দিতে চায় না কট্টরপন্থী হিন্দুরা। এ পরিস্থিতির মধ্যে মুসলমানদের জুমার নামাজ পড়ার জন্য নিজের দোকানে জায়গা দিতে চান একজন হিন্দু। তার সেই উদ্যোগের পর এবার সেখানকার একটি গুরুদুয়ারা (শিখদের প্রার্থনা ঘর) মুসলমানদের নামাজের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিখ সম্প্রদায়।
সোনা চক গুরুদুয়ারার সভাপতি শেরদিল সিং সিধু বলেছেন, মুসলমানদের সঙ্গে যা ঘটছে, তা দেখে আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। জানা গেছে, গুরুদুয়ারাটি ১৯৩৪ সালে নির্মিত। তবে হরিয়ানায় শিখদের সেটি সবচেয়ে পুরনো ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
গত তিন মাসের ইতিহাস টেনে শেরদিল সিং সিধু বলেন, জনপরিসরে মুসলমানদের জুমার নামাজেে বাধা দিচ্ছে কট্টরপন্থী হিন্দুরা। স্থানীয় প্রশাসন অনুমতি দেওয়া সত্ত্বেও মুসলমানদের বাধা দিচ্ছিল কট্টরপন্থীরা। এসব দেখে বিরক্ত হয়ে মুক্তমনা হিন্দু ব্যবসায়ী এবং পরে শিখরা সিদ্ধান্ত নিয়েছে, মুসলমানদের নামাজের জন্য জায়গা করে দেবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।