টানা ৪০ দিন জামাতের সঙ্গে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাফুল্লি জামে মসজিদ চত্বরে সাইকেল বিতরণ ও আজান এবং কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে নবজাগরণ তরুণ সংঘের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।

সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক এস এম কামরুল হাসান ফরিদ জানান, সাফুল্লি মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে ২৯ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

এর মধ্যে ১৭ জন কিশোর এ প্রতিযোগিতায় টিকলে তাদের দেওয়া হয় নতুন বাইসাইকেল। বাকি শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ছাড়াও প্রত্যেককে ক্রেস্ট, জায়নামাজ দেওয়া হয়।

এ ছাড়া আজান এবং কেরাত প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন অতিথিরা। আমাদের উদ্দেশ্যে হলো শিশু-কিশোর অবস্থায় নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করতে শেখা।