রবীন্দ্রনাথ সরকার,রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের ঐতিহাসিক বুড়ির হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এবার একসঙ্গে প্রায় ২ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
রোববার (১০ জুলাই) সকাল সাড়ে আটটায় ঈদের জামাত শুরু হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করেন রংপুরের বুড়িরহাট এলাকাবাসী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।
জানা যায়, এই ঈদগাহ মাঠে দীর্ঘ কয়েক যুগ যাবত ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আধুনিক নির্মাণশৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয় । কিন্তু গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে এই ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
বৃহৎ এই জামাতের ঈমামসহ এক সঙ্গে প্রায় লাখো মুসলিম শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন। সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৃহৎ এই জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, ওজুর ব্যবস্থা। বসানো হয় মেডিক্যাল টিম, পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সর্বোপরি নামাজ আদায় শেষে ঈমাম সাহেব দেশ ও জনগণের জন্য দোয়া ও কল্যাণ কামনা করে ঈদের ছলাত শেষ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।