নুরুজ্জামান সরকার,জেলা প্রতিনিধি (নীলফামারী):

নীলফামারী জেলায় বাংলাদেশ আওয়ামী নবীনলীগ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লুৎফুর রহমান সুইটের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৫- এপ্রিল) বিকাল বেলা নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ আওয়ামী নবীন লীগ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি পারভেজ রায়হান রানার সহযোগিতায় দুস্থ ও পথচারী ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন নবীন লীগের সদস্যরা।

উল্লেখ্য যে, দল মত নির্বিশেষে মানবতার জয় হোক, মানুষের জন্য হোক মানুষ স্লোগানকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী নবীন লীগের গৃহীত মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর ১২তম দিনের ইফতার বিতরণ করা হয়েছে নীলফামারীতে।