![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/149b3a55-03ef-48a9-a3fe-9815e0480569_nn.jpg)
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন এ ছাড়া তিনি শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে।
রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।