রাজধানীর সব পথ মিলে গেছে টঙ্গীর তুরাগ তীরে। লাখ লাখ মসুল্লির পদধ্বনিতে তুরাগের আশপাশের এলাকা রূপ নিয়েছে মোমিনের কাফেলায়। ধর্মপ্রাণ মানুষেরা মিলিত হচ্ছেন আল্লাহর সান্নিধ্য পেতে।

মহতি এই ময়দানে শরিক হতে থেমে নেই মুসলিম নারীরাও। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারী মুসল্লিরাও ছুটে আসছেন মোনাজাতে শরিক হতে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দেখা যায় প্রায় শতাধিক নারী আখেরি মোনাজাতে অংশ নিতে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়েছেন। এছাড়াও বিভিন্ন অলিগলিতেও আখেরি মোনাজাতে অংশ নিতে নারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যানবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও পায়ে হেঁটেই ছুটছেন মোনাজাতে অংশ নিতে। অনেকে আবার দল বেঁধেও এসেছেন। ইসলামি পোশাক পরিহিতা নারীরা আল্লাহর সন্তুষ্ট অর্জনে যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত অন্তত তাই প্রমাণ মিলছে বিশ্ব ইজতেমায়।

ধানমন্ডি থেকে আসা এক নারী বলেন, এমন আয়োজনে আল্লার কাছে ফরিয়াত করতে পারা সৌভাগ্যের। লাখ লাখ মানুষ। একজনের উছিলায় অন্যজনকে আল্লাহ তায়ালা কবুল করতেই পারেন। এমন ময়দান দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।