আজ পবিত্র লাইলাতুল বরাত
মুসলিম জাতির আজ সৌভাগ্যের রজনী বা ভাগ্য পরিবর্তনের রাত আজ আরবী বছরের ১৪ শাবান। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের নিকট মহিমান্বিত দিন। আরবিতে একে বলে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। বাংলায় যার অর্থ সৌভাগ্যের রজনী ,ভাগ্য নির্ধরণের রাত , মর্যাদার রাত । মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা এই রতে বান্দাদের অতীতের গুনা গুলো মাফ করেদেন।
মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনা করে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। রোজা রাখা ও নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই দিনটির পালন করা হয় বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য।
রাসূল (সা:) এ মাসে বেশি-বেশি নফল রোজা রাখতেন। রমযানের প্রস্তুতির মাস হিসেবে তিনি এ মাসকে পালন করতেন। শবে বরাতের বরকত, ফযীলত ও মর্যাদা নিয়ে বেশকিছু হাদীসের বর্ণনা প্রচলিত আছে। একটি সহীহ হাদীসে বলা হয়েছে,
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেন,যে ব্যাক্তি দোযখের আগুন থেকে রক্ষা পেতে চায় সে যেন ১৫ ই শা’ বানের রাতে ইবাদত বন্দেগী করে। তা হলে আল্লাহ তাআলা তার ওপর দোযখের আগুন হারাম করে দিবেন । তিনি আরো বলেন যে ব্যাক্তি ১৫ই শা’বানের রাতে জাগ্রত থেকে ইবাদত করে আল্লাহ্ তাআলা তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন অর্থাৎ মৃত্যুর পরেও তার আমলনামায় উহার সওয়াব লেখা হতে থাকবে ।
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, শবে বরাত ফযীলতময় এবং এ রাতে আল্লাহ তাঁর বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। তবে ক্ষমা পাওয়ার শর্ত হলো শিরক ও বিদ্বেষ থেকে মুক্ত থাকা। এ দু’টি বিষয় থেকে যারা মুক্ত থাকবেন তারা কোন অতিরিক্ত আমল ছাড়াই এ রাতের বরকত ও ক্ষমা লাভ করবেন। কিন্তু শিরক ও বিদ্বেষ থেকে মুক্ত হতে না পারলে অন্য আমল দিয়ে ঐ রাতের বরকত ও ক্ষমা লাভ করা যাবে না। দু:খের বিষয় হলো, শবেবরাতে আমরা অনেক নফল আমল করলেও ঐ দু’টি শর্ত পূরণের চেষ্টা খুব কম মানুষই করে থাকি।
আমরা অবশ্যই পবিত্র শবেবরাতের বা পবিত্র লাইলাতুল বরাত এর ফযীলত ও ক্ষমা প্রার্থনা করবো। আর আমাদের মনে রাখতে হবে শবেবরাত উপলক্ষে যারা আলোকসজ্জা, ও পটকাবাজি চর্চা করেন তারা খুবই ভুল কাজ করেন। কারণ এসব শবে বরাতের আদর্শ ও শিক্ষার পরিপন্থী কাজ। তাই এইসব কাজ থেকে আমরা দূরে থাকবো । আল্লাহ আমাদের সকলকে পবিত্র লাইলাতুল বরাত এর ফযীলত বা সৌভাগ্যের রজনী ফযীলত অর্জন করার তৌফিক দান করুক। (আমিন)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।