![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/fatiah.jpg)
যুগের শ্রেষ্ঠ ওলি শেখ মুহিউদ্দিন বড়পীর আবদুল কাদির জিলানির (রহ.) মৃত্যুবার্ষিকী আজ। এদিন দিনটি উপমহাদেশের মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
দিনটি এ অঞ্চলের মানুষের কাছে ফাতিহা-ই-ইয়াজদাহম নামে পরিচিত। বড়পীর আবদুল কাদির জিলানি ছিলেন কাদেরিয়া তরিকার প্রবর্তক, শরিয়ত ও তরিকত জগতের মহাসম্রাট, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ এবং দার্শনিক।
তাঁর শিক্ষার পেছনে রয়েছে মায়ের অবদান। তাঁর মায়ের পরামর্শে ৪৮৮ সনে ১৮ বছর বয়সে বাগদাদে রওনা হন। বড়পীরের মাধ্যমেই ইসলাম আগের অবস্থায় ফিরে এসেছিল। এজন্যই তাঁর উপাধি ছিল মুহিউদ্দিন। বড়পীর অসংখ্য গ্রন্থ রচনা করেন।
এসব গ্রন্থের মধ্যে ‘ফতহুল গায়েব গুনিয়াতুত তালেবিন’, ‘ফতহুর রব্বানি’, ‘কালিদায়ে গাওসিয়া’ উল্লেখযোগ্য। মহান এই সুফি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। ফাতিহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে সারা দেশে মসজিদ, মাদরাসা ও খানকায় বড়পীরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।