জেরুসালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইতিহাস ও তাৎপর্যে আলোকপাত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা। ‍‌‌‌‌‌‌’ফ্রেন্ডস অফ আল আকসা’ নামে এই সংস্থাটির উদ্যোগে বেশ কয়েকটি অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হবে। ফেব্রুয়ারির ২৪ থেকে মার্চের ২ তারিখ পর্যন্ত এতে ভার্চুয়ালি অংশ নেবে ৫০টিরও বেশি দেশ। ফিলিস্তিনিদের মানবাধিকার ও আল-আকসার সুরক্ষা নিয়ে কাজ করা এনজিওটির এই অনুষ্ঠানের আলোচনাপর্ব ও ওয়ার্কশপে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের মসজিদ, বিশ্ববিদ্যালয়, কাউন্সিল ও সংসদ।

মূলত পবিত্র আল-আকসার গুরুত্ব, ঐতিহ্য ও এর সুরক্ষায় ফিলিস্তিনিদের সংগ্রামের কথা তুলে ধরা হবে অনুষ্ঠানগুলিতে। ফ্রেন্ডস অফ আল আকসা এক বিবৃতিতে জানায়, ‍‌‌‌‌‌‌’ফিলিস্তিনিদের প্রতিরোধ ও আল আকসা মসজিদ সম্পর্কে সচেতনতা তৈরিতে গোটা বিশ্বের মানুষের অংশগ্রহ‌ণে অবিশ্বাস্য একটি সপ্তাহ কাটতে চলেছে।’

২০১৭ সালে ব্রিটিশ এনজিও-র উদ্যোগে প্রথমবারের মতো ‌‌‌‌‌‌‘আকসা সপ্তাহ’ উদযাপিত হয়।

উল্লেখ্য, আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং আল-আকসা চত্ত্বরটি খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্যও গুরুত্বপূর্ণ। আর এ কারণেই হয়তো বারংবার ইসরাইল-ফিলিস্তিনি সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আল-আকসা মসজিদ। ইসরাইল সরকার প্রায়ই মসজিটিতে ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দেয়।

জানা গিয়েছে, আল আকসা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলি অনলাইনে দেখানো হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি ও রেডিয়োতেও সরাসরি সম্প্রচার হবে। এ বছরে ই‌ন্টারনেটে হ্যাশ ট্যাগ ‍‌‌‌‌‌‌’লাভ আকসা’ দেখতে পাওয়া যাবে। সংগঠনটি বলে, ‍‌‌‌‌‌‌’আকসা সপ্তাহ ২০২১ আন্তর্জাতিক ভাবে দারুন সফল হয়েছে। বিভিন্ন সরকারি দফতর ও পরিচিত প্রতিষ্ঠানের সমর্থন পেয়েছে। বিশেষত তুরস্ক ও মালয়েশিয়ার ধর্মমন্ত্রক এই উদ্যোগের প্রশংসা করেছে। ইরাক ও ফিলিস্তিনের ওয়াকফ কমিটিও উচ্ছাস প্রকাশ করেছে।’ এই অনুষ্ঠানের আগে আরও এক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। রবিবার লন্ডনের সব বাসিন্দাকে ইসরাইলের বিরোধিতায় পথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের ওপর ইসরাইলের নির্যাতন ও বিদ্বেষ বন্ধে বিক্ষোভের ডাক দিয়েছে ‍‌‌‌‌‌‌’ফ্রেন্ডস অফ আল আকসা’।