লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্র ধরলা নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর থেকে ইজতেমা শুরু হলেও হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে একদিন আগেই আসতে থাকেন মুসল্লিরা।

বৃহস্পতিবারও ইজতেমা মাঠে আসছেন হাজার হাজার মুসল্লি। এখানে ইন্দোনেশিয়া, ভারতের দিল্লির অতিথিরাও এসেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার থেকেই প্যান্ডেল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবারও মুসল্লিরা আসছেন। রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আশরাফ আলী তার সাথীদের নিয়ে বয়ান পরিচালনা করবেন। শনিবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

পাটগ্রাম পৌরসভার সাবেক মেয়র শমসের আলী বলেন, এ জেলা ইজতেমাকে কেন্দ্র করে পাটগ্রামের সর্বস্তরের মানুষ সহযোগিতা করছে। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে তাবলিগের মেহমানরা এসেছেন। তিন দিনব্যাপী ইজতেমা আশা করি সুন্দরভাবে শেষ হবে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তিন দিনব্যাপী ইজতেমায় যেকোনো ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। মুসল্লিদের নিরাপত্তা দিতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের টহল আছে।

স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং জেলা, উপজেলা প্রশাসন সবসময় খোঁজ-খবর রাখছেন। ইস্তেমা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাই সজাগ আছে।’