মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাগ্রত তাওহিদী জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানান ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ।
ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে তাউহিদী জনতার পক্ষে মুফতী উবাইদুল্লাহ বলেন, ‘ফিলিস্তিন ভূখণ্ড কোনোভাবেই ইসরায়েলের হতে পারে না। তাই ফিলিস্তিনিদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সেখান থেকে ইসরায়েলের উচ্ছেদের মাধ্যমেই ইউরোপ-আমেরিকার পুঁজিবাদের পতন ঘটাতে হবে।’
মানববন্ধন চলাকালে তাওহিদী জনতার পক্ষে সাংবাদিক রেজাউল করিম রাজু বলেন, ফিলিস্তিনের হাতে আজ মানবতার পতাকা। সেই পতাকাতলে সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় তাওহিদী জনতার পক্ষে আরো বক্তব্য রাখেন, মুফতী আহসানুল্লাহ, মুফতী সফিউল্লাহ ফুআদ, মাওলানা মারুফ মাহমুদ, মুৃফতী উবাইদুল্লাহ, মুফতী আহসানুল্লাহ, প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।