নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘে উদ্যোগে ইসলামপাড়া অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(২মে) রবিবার বিকালে ৫ টায় পৌর এলাকায় ইসলামপাড়ার অস্থায়ী কার্যালয়ে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠানে সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম এর সঞ্চালনায় ক্লাবের সভাপতি ও মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল,পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মামুনুর রশিদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানসহ সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-এলাকার যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মননিবেশ করতে হবে এবং মাদক ছেড়ে জনসেবামূলক উন্নয়ন কাজের সাথে সংপৃক্ত থাকার আহব্বান জানান। এছাড়াও মাদক মুক্ত সমাজ গড়তে সব ধরনের সাহায্য ও সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
ইফতার মাহফিল,দোয়া এবং আলোচনা সভায় সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।