ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ জুন শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবারের সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে আজ বুধবার (৮ জুন) বিকাল চারটায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এক যৌথ সভা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, শায়খুল ইসলাম বিন হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আব্বাস আমিন, মুফতী আমিরুল ইসলাম, আব্দুস সাত্তার, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আবদুল জব্বার, জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নিজাম উদ্দিন মল্লিক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওঃ আলী আহমাদ, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শায়খুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিএম মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, নগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় ১০ জুন শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।