

বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতিমা, প্রতিবছর সাধারণত বৈশ্বিক যেকোনো বড় সমাবেশ, কিন্তু বিশেষভাবে তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে।
তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ, এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা।
টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী বছর ৫৫তম বিশ্ব ইজতেমা হতে পারে বলে জানা গেছে। এ নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। দুই-একদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
তখন এর দিন-তারিখ জানানো হবে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেন।
গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি। করোনা মহামারির কারণে বিশ্ব ইজতেমা তিন বছর বন্ধ ছিল। আয়োজক কমিটির মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, আমরা আশা করছি এবার বিশ্ব ইজতেমা হবে। ইজতেমা হওয়ার খবর পেয়ে মুসল্লিদের মাঝে খুশির বন্যা বইছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।