![নামাজের সূচি](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/uislam.jpeg)
শুক্রবারের (২২ জুলাই) নামাজের সূচি–
আজ শুক্রবার ২২ জুলাই ২০২২ ইংরেজি, ০৭ শ্রাবণ ১৪২৯ বাংলা, ২২ জিলহজ ১৪৪৩ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
জুমা- ১২:০৮ মিনিট।
আসর- ৪:৪৩ মিনিট।
মাগরিব- ৬:৫০ মিনিট।
ইশা- ৮:১৩ মিনিট।
ফজর (২৩ জুলাই)- ৪:০০ মিনিট।আজ সুর্যাস্ত- ৬:৪৬ মিনিট।
আগামীকালের (২৩ জুলাই) সূর্যোদয়- ৫:২৩ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : -০৫ মিনিট
সিলেট : -০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা : +০৩ মিনিট
রাজশাহী : +০৭ মিনিট
রংপুর : +০৮ মিনিট
বরিশাল : +০১ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।