![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/bipoda-p.jpg)
মানুষের বিপদ-আপদ নিত্যসঙ্গী। বিপদ বলে-কয়ে আসে না। যাবতীয় বিপদ থেকে দেশ, জাতি ও বিশ্ববাসীকে রক্ষার জন্য অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী (সা.)।
বিপদ-আপদ থেকে মুক্তির জন্য এসব দোয়া পড়ে মহান আল্লাহর নিকট পানাহ চাইতে হবে হবে। কেননা, দুনিয়াতে কল্যাণ ও উপকার যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে তেমনি বিপদ-আপদ, দুঃখ-কষ্টও একমাত্র তিনিই দূর করতে পারেন।
প্রত্যেক মানুষ চলার পথে অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে হয়। বিপদে পড়লে আমাদের মহান আল্লাহ তায়ালা রক্ষা করেন।
তবে বিপদে পড়লে মহানবি হজরত মুহাম্মদ (সা.) আমাদের ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন। (إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرَاً مِنْهَا) বাংলা উচ্চারণ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।
বাংলা অর্থ : আমরা তো আল্লাহ্রই। আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।
[মুসলিম ২/৬৩২, নং ৯১৮] আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। তার রহমতের চাদরে আমাদের আবৃত করুন। আমিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।