কুমিল্লার চান্দিনা উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ১৬০ কোমলমতি শিশু-কিশোর পুরস্কার পেয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) চান্দিনা উপজেলার দারোরা মাদরাসার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

একটি সামাজিক সংগঠন তাদের পুরস্কৃত করেছে। জামাতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে ২২ জনকে সাইকেল, একজনকে সেলাই মেশিন, পাঁচজনকে শিক্ষাবৃত্তি, ৯২ জনকে বুক শেলফ এবং ৪০ জনকে বই পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, গল্লাই ইউনিয়ন ১০ নম্বর চেয়ারম্যান শাহজাহান মিয়া, চান্দিনার উপজেলার আর ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— দারোরা মাদ্রাসার মোহতামিম ও পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশন উপদেষ্টা হাফেজ মাও. আহামদুল্লাহ।