গণেশের সাধনা করে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। গণেশের কৃপালাভ করলে সমস্ত কাজেই সিদ্ধিলাভ হয়। পুরাণে বলা হয়েছে যে, গণেশজির ১২টি নামের অসীম মাহাত্ম্য। এই ১২টি নামের সঙ্গে ১২টি রাশি যুক্ত। এখন দেখে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী কে কোন মন্ত্র পাঠ করবেন:

রাশি       গণেশজির নাম     গণেশজির মন্ত্র
মেষ         বক্রতুণ্ড                 ওঁ বক্রতুণ্ডায় নমঃ
বৃষ           একদণ্ড ওঁ              একদণ্ডায় নমঃ
মিথুন       কৃষ্ণপিণ্ডাক্ষ         ওঁ কৃষ্ণপিণ্ডাক্ষায় নমঃ
কর্কট       গজবর্কত্র             ওঁ গজবর্কত্রায় নমঃ
সিংহ         লম্বোদর                ওঁ লম্বোদরায় নমঃ
কন্যা         বিকট                    ওঁ বিকটায় নমঃ
তুলা         বিঘ্নরাজেন্দ্র            ওঁ বিঘ্নরাজেন্দ্রায় নমঃ
বৃশ্চিক      ধূম্রবর্ণ                   ওঁ ধূম্রবর্ণায় নমঃ
ধনু            মহোদর                ওঁ মহোদরায় নমঃ
মকর        বিনায়ক                ওঁ বিনায়ক নমঃ
কুম্ভ         গণপতি                 ওঁ গণপত্যায় নমঃ
মীন        গজানন                  ওঁ গজননায় নমঃ

ক্রিয়াটি কী ভাবে সম্পন্ন করবেন:
প্রতি দিন প্রথমে ১২টি গণেশজির মন্ত্র এক বার করে বলুন। তার পর আপনি আপনার রাশি অনুসারে গণেশজির মন্ত্র ২১ বার অথবা ১০৮ বার করে বলুন।
যেমন: মেষ রাশির জাতক-জাতিকারা ‘ওঁ বক্রতুণ্ডায় নমঃ’ এই মন্ত্র ২১ বার অথবা ১০৮ বার করে বলুন। গণেশজিকে ভক্তি ও শ্রদ্ধা করুন এবং ওঁর আশীর্বাদ লাভ করুন।