রংপুর জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা আজ শুক্রবার বেলা  ৪ টায় রংপুরে নাট মন্দির  পাল পাড়া  থেকে শুরু হবে। এই উল্টো রথযাত্রা ঘিরে যান চলাচল ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক নির্দেশনা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশিত রুট হলো রংপুর থেকে শুরু হয়ে পায়রা চত্তর মোড় থেকে পুলিশ ফাড়ি হয়ে –তাজহাট ইসকন মন্দির হয়ে শেষ হবে।

এর আগে ১ জুলাই রংপুরের  সকল হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ বলদেব রথযাত্রা  শুরু হয়েছে। হিন্দুধর্ম মত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারীর রথ টেনে শোভাযাত্রা বের হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।