বাপ্পী সরকার, সাতক্ষীরা প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবছরও কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি চাম্পাফুল ইউনিয়নের বালাপোতায় অবস্থিত বাবা তারকনাথ ধামে উৎসব মুখর পরিবেশে হাজার হাজার সন্ন্যাসি ও ভক্তবৃন্দের সমাগমে ৪২তম শিবলীলা মহোৎসব চলছে।

শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম মন্দির কমিটির আয়োজনে অশুভ শক্তির সংহার, সত্য সুন্দর শিব বন্দনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসিদের আগমনে যেন এক মহামিলন মেলায় পরিণত হয়েছে। তারকনাথ ধাম মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় শ্রীশ্রী ডাকাতি কালিমাতা মন্দির, শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী মন্দির, রাধাঁগোবিন্দ মন্দির ও শ্রীশ্রী গঙ্গা মায়ের মন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপি শিবলীলা মহোৎসব অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

‘একবার বাবার নাম করে যেই জন, সর্ব পাপ মুক্ত হয় ব্যাসের বচন’ ধর্মীয় এই শ্লোক সামনে রেখে অলৌকিকভাবে পরম করুনাময় শ্রীশ্রী বাবা তারকনাথের আর্বির্ভাব ঘটেছিল এই বালাপোতায়। স্বর্গীয় মহন্ত পতিত পাবন সরকার ১৯৮০ সালে বাবার মন্দির প্রতিষ্ঠান করেন, সেই থেকে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিকে শিবলীলা উৎসবে সন্ন্যাসি ও ভক্তদের আগমন শুরু হয় এখানে। প্রতিদিন ভোর থেকে রাত অবধি বিপুল সংখ্যাক সনাতন ধর্মালম্বি ব্যক্তি পুণ্যের আশায় উপস্থিত হয় এই ধামে।

এবছর অনুষ্ঠান সূচির মধ্যে ছিল ৫ এপ্রিল মঙ্গলবার শ্রীশ্রী ডাকাতি কালীপুজা, ১০ এপ্রিল অন্নভোগ, ১১ এপ্রিল মহা হবিষ্য, ১২ এপ্রিল কাঁটা ঝাপ, ১৩ এপ্রিল লীলাবতির বিবাহ ও সন্ধ্যায় নীলবাতি দান, ১৪ এপ্রিল ছাতু ভোগ। এদিকে শিবলীলা মহোৎসব ধর্মীয় অনুষ্ঠান পালন উপলক্ষে মন্দিরের সামনে বসেছে বিশাল মেলা। আর এই মেলায় সকল ধর্মের মানুষের আগমনে মিলন মেলা মহামিলন মেলায় রুপ নিয়েছে।

বালাপোতা বাবা তারকনাথ ধাম পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক দিলীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার এ প্রতিনিধিকে জানান, এবছরও ধামে বাবার মাথায় জল দেয়ার জন্য সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক সন্ন্যাসি ও ভক্তবৃন্দ এসেছে এখানে। সামনের দিন গুলোতে ব্যাপক মানুষের সমাগম ঘটবে আশা করছি। প্রতিবছর শ্রাবনের শেষ সোমবার বাবার অবির্ভাব তিথি ও ফাল্গুনে শিব চতুর্দ্দশী উৎসব পালন করা হয় এই ধামে। বাংলাদেশের মধ্যে কালিগঞ্জের বালাপোতা ও ভারতের তারকেরস্বর বাবা তারকনাথ ধামে দুর দুরান্ত থেকে আসা তারকনাথ ভক্তরা লম্বা লাইনে বহু প্রতিক্ষার পর তাদের মনের বাসনা পুরনের আশায় বাবার মাথায় জল ঢালেন।