জয়পুরহাট জেলায় এবার ৩১০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ৯টি বেশি। সনাতন হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্র্গোৎসব সফল করতে নানামুখী কার্যক্রম চলছে এখন।

জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন সার্বক্ষণিক।

জেলার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে জেলায় এবার ৩১০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৯৮ টি,আক্কেলপুর উপজেলায় ৪৮ টি,কালাই উপজেলায় ৩৪ টি, ক্ষেতলাল উপজেলায় ৪৫ টি ও পাঁচবিবি উপজেলায় ৮৫ টি।

ইতোমধ্যে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী সপ্তাহ থেকেই রঙ দেয়ার কাজ শুরু করবেন বলে জানান,নাটোরের দুর্গা মন্দিরের কারিগর প্রদীপ সিং পাল।

আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দূর্গাপুজার ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার ও সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা।

জয়পুরহাট জেলায় শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও পাঁচটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরাসহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন।

এবিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান,প্রতিটি দূর্গা মন্ডপে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসার, সাদা পুলিশের পাশাপাশি সাধারন পুলিশ ও র‌্যাবের টহল দল থাকবে।

এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত থাকবে সার্বক্ষণিক। দুর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টিমও কাজ করবে।