ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বী মানুষদের শিবরাত্রি জাগরণ ও মহা শিব পুজা অর্চনা করেন।
গতকাল ১লা মার্চ ২০২২ মঙ্গলবার হিন্দুদের শাস্ত্র বিধি মতে শিব চতুর্দশী ও শিবরাত্রি উদযাপন উপলক্ষে সারা কীর্তন,ধ্যান,তপস্যা,প্রার্থনা ও বিভিন্ন উপানার নিয়মে শিবরাত্রি উদযাপন উপলক্ষে ব্রত পালন করেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা।
এ সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের ঠাকুরগাঁও জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায় গীতি বিভিন্ন শিব মন্দির পরিদর্শন করেন।এছাড়া পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের কালপীরর এলাকার শিবপুর/ নিয়ামতপুর ও জনগাঁও ইলাহার শিব মন্দিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।তিনি বলেন বিগত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এবং আগামী সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে বক্তব্যে জানিয়েছেন।এজন্য তিনি পীরগঞ্জ/রানীশংকৈল উপজেলা বাসী ও ঠাকুরগাঁও-৩ আসনের বাসীকে মহা শিব রাত্রি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উক্ত শিব রাত্রি অনুষ্ঠানে অসংখ্য জনসাধারণ ও পুজার্থীগণ উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।