![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/IMG-20220922-WA0001.jpg)
যশোরের অভয়নগর প্রেমবাগস্কুলের মজুমদার পাড়ায়, প্রেমবাগ ও গাইদগাছি পূজা কমিটি এবার এক ভিন্নধর্মী আয়োজন করেছে। দেশের টাকায় তৈরি দেশের ঐতিহ্যবাহী পদ্মাসেতুর আদলে তৈরি করেছেন পূজা প্যান্ডেল।
ভিন্নধর্মী এই আয়োজনের ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ মজুমদার বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী পদ্মাসেতুর উদ্বোধনের পর থেকেই আমাদের মাথায় এমন একটা ধারণা জন্মে।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/IMG-20220922-WA0000-1-1024x615.jpg)
সেই থেকে শুরু হয় আমাদের জল্পনা কল্পনা। সবশেষে মৃৎশিল্পির সাথে কথা বলে শুরু হয় কাজ।প্রায় একমাসের প্রচেষ্টায় কাঠ, বাঁশ এবং থার্মকল দিয়ে প্রায় সম্পন্ন হতে চলেছে পদ্মাসেতুর আদলে পূজা প্যান্ডেল। মৃৎশিল্পি বিষ্ণু সরকার বলেন আমি এমন একটা কাজ করে নিজেকে ধন্য মনে করছি, আমরা গ্ৰাম্য এলাকার মানুষ আমাদের মা-বোনেরা অনেকে সরাসরি যেয়ে পদ্মা সেতু দেখতে পারেনি তাই আমাদের পূজামণ্ডপে আসলে কিছুটা হলেও পদ্মাসেতু উপভোগ করতে পারবেন।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার বলেন সকল ধর্ম বর্নের মানুষের জন্য আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে উন্মুক্ত করে দেয়া হবে পদ্মাসেতুর আদলে গড়া শারদীয় দুর্গাপূজা মন্দির, সকলকে দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।