সুজিত কুমার দত্ত সালথা প্রতিনিধি:ফরিদপুর সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে আজ ( ২৭মে) রোজ শুক্রবার দুপুরে সার্বজনীন শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের মন্দিরে শারদান্জলি ফোরাম সালথা শাখার উদ্যোগে ১ম গীতা নিকেতন শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম বাউশখালী সেবায়েত সেবক শরণার্থী মহারাজ, শারদাঞ্জলি ফোরাম নগরকান্দা উপজেলা শাখার উপদেষ্টা শুশান্ত সরকার, শারদাঞ্জলি ফোরাম নগরকান্দা শাখার সভাপতি রিপন মন্ডল (দুর্জয়)সহ সভাপতি সুব্রত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস শিবু ,দপ্তর সম্পাদক দেবেন্দ্র নাথ মন্ডল, কোষাধক্ষ্য গৌরাঙ্গ বিশ্বাস, প্রধান সমন্বয়ক রতন কুমার বাড়ই, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সুকন্ঠ বিশ্বাস , ধর্ম বিষয়ক সম্পাদক মৃদুল দাশ, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি অরুপ কুমার সাহা সহ সভাপতি সমির রায় , সাধারণ সম্পাদক অনন্ত মন্ডল,শারদান্জলি ফোরাম সালথা উপজেলা শাখার সভাপতি ও সালথা কলেজর প্রফেসর বিধান মন্ডল ও সাধারণ সম্পাদক উওম চৈধুরী,সৌরভ সরকার সহ অন্যান্য সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিষয় শারদাঞ্জলি ফোরাম একটি সামাজিক ও অ-রাজনৈতিক, গীতা শিক্ষা প্রতিষ্ঠান সমাজের বৈষম্য ভূলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে বলে আশ্বাস দেন,উপজেলা কমিটির পক্ষ থেকে
গীতা, খাতা, কলম ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে হোয়াইট বোর্ড, বাসার বসার মাদুর সহ সবসময় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
পরে প্রসাদ বিতরণ মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।