হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীদের উৎসব মহাঅষ্টমীর পুণ্যস্নান গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) জেলার কাপাসিয়া উপজেলার ঘিঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে এই অনুষ্ঠানে নানা বয়সী পূণ্যার্থীদের ঢল নামে।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে মেলা বসে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ভ্যান ও হেঁটে মেলাস্থলের দিকে ছুটে আসে হাজার হাজার নারী-পুরুষ।

স্নান ও মেলা উপলক্ষে ব্রহ্মনদের পাড় ও শীতলক্ষা নদীর পাড় ঘেঁষে ও বটগাছ ঘাট থেকে প্রায় কিলোমিটার এলাকাজুড়ে বসে মেলা আসর, গীতাপাঠ ও লীলা কীর্তন। বাঁশির সুর, ঢোলের শব্দ ও নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে চরাঞ্চল। মেলায় বাঁশের বাঁশি, মাটির হাঁড়ি, থালা, দেব-দেবীর মূর্তি, পুতুল, বাঘ, আম, নৌকা ইত্যাদির পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

স্নান কমিটির সাধারণ সম্পাদক বাবু জীবন ভৌমিক জানান, পাশের জেলা কিশোরগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নান মেলায় এসেছেন। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোরর্শেদ খান জানান, মেলা প্রাঙ্গণের নিরাপত্তা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।