নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা। মহাসপ্তমী আজ। এদিকে গতরাতে মণ্ডপ পরিদর্শনে গিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কঠোর অবস্থানে যাবে সরকার।
এর আগে শঙ্খধ্বনি, আরতি, উলুধ্বনিতে দেবীকে বরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। ভক্ত অনুরাগীদের এবারে দেবীর কাছে চাওয়া মহামারি, জরা, অন্ধকার কাটিয়ে দশ হাতে ধরনীকে রক্ষা করবেন মা।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কৈলাশ থেকে মর্তে এসেছেন দেবী দুর্গা। এবার তিনি এসেছেন গজে ও যাবেন নৌকায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।