শিবের একাধিক নামের মধ্যে ১০৮টি নামের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস, শ্রাবণ সোমবার, প্রদোষ, শিবরাত্রি অথবা অন্যান্য সাধারণ সোমবারে এই নাম স্মরণ করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়।

শিবের একাধিক নামের মধ্যে ১০৮টি নামের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস, শ্রাবণ সোমবার, প্রদোষ, শিবরাত্রি অথবা অন্যান্য সাধারণ সোমবারে এই নাম স্মরণ করলে সহজেই শিবের আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ মাসে ভোলেনাথকে প্রসন্ন করার জন্য, এটি একটি সহজ-সরল উপায়।

জানুন শিবের ১০৮টি নাম ও তার অর্থ।

১)শিব- কল্যাণ স্বরূপ

২) মহেশ্বর- মায়ার অধীশ্বর

৩) শম্ভু- আনন্দ স্বরূপ যাঁর

৪) পিনাকী- পিনাক অর্থাৎ ধনুক ধারণ করেছেন যিনি

৫) শশীশেখর- মস্তকে চাঁদকে ধারণ করেছেন যিনি

৬) বামদেব- অত্যন্ত সুন্দর স্বরূপ যাঁর

৭) বিরূপাক্ষ- বিচিত্র চোখ যাঁর (শিব ত্রিনেত্রের অধিকারী)

৮) কপর্দী- জটাধারণ করেছেন যিনি

৯) নীললোহিত- নীল ও লাল বর্ণ যাঁর

১০) শংকর- সবার কল্যাণ করেন যিনি

১১) শূলপাণি- হাতে ত্রিশূল যাঁর

১২) খটবাঙ্গি- খাটিয়ায় একটি পা রাখেন যিনি

১৪) বিষ্ণুবল্লভ- বিষ্ণুর অতিপ্রিয়

১৫) শিপিবিষ্ট- সিতুহায়ে প্রবেশ করেন যিনি

১৫) অম্বিকানাথ- দেবী দূর্গার স্বামী

১৬) শ্রীকণ্ঠ- সুন্দর কণ্ঠ যাঁর

১৭) ভক্তবৎসল- ভক্তদের অত্যন্ত স্নেহ করেন যিনি

১৮) ভব- সংসার রূপে প্রকট হন যিনি

১৯) শর্ব- কষ্ট নষ্ট করেন যিনি

২০) ত্রিলোকেশ- তিন লোকের যিনি প্রভু

২১) শিতিকণ্ঠ- সাদা কণ্ঠ যাঁর

২২) শিবাপ্রিয়- পার্বতীর প্রিয়

২৩) উগ্র- অত্যন্ত উগ্র রূপ যাঁর

২৪) কপালী- কপাল ধারণ করেন যিনি

২৫) কামারী- কামদেবের শত্রু, অন্ধকারকে পরাজিত করেছেন যিনি

২৬) সুরসুদন- দৈত্য অন্ধককে যিনি বধ করেছেন

২৭) গঙ্গাধর- যিনি গঙ্গাকে ধারণ করেছেন

২৮) ললাটাক্ষ- ললাটে চোখ যাঁর

২৯) মহাকাল- কালেরও কাল যিনি

৩০) কৃপানিধি- করুণার সাগর

৩১) ভীম- ভয়ঙ্কর রূপ যাঁর

৩২) পরশুহস্ত- হাতে পরশু ধারণ করেছেন যিনি

৩৩) মৃগপাণি- হাতে যিনি হরিণ ধারণ করেছেন

৩৪) জটাধর- জটা রেখেছেন যিনি

৩৫) কৈলাসবাসী- কৈলাসের নিবাসী

৩৬) কবচী- কবচ ধারণ করেছেন যিনি

৩৭) কঠোর- অত্যন্ত মজবুত দেহ যাঁর

৩৮) ত্রিপুরান্তক- ত্রিপুরাসুরকে বধ করেছেন যিনি

৩৯) বৃষাঙ্ক- বৃষ চিহ্নের ধ্বজা রয়েছে যাঁর

৪০) বৃষভারূঢ়- বৃষের উপরে সওয়ার যিনি

 

গঙ্গাধর শিবের আর এক নাম।

৪১) ভস্মোদ্ধুলিতবিগ্রহ- সারা শরীরে ভস্ম লাগান যিনি

৪২) সামপ্রিয়- সামগানের প্রেমী

৪৩) স্বরময়ী- সাতটি স্বরে যাঁর নিবাস

৪৪) ত্রয়ীমূর্তি- বেদরূপী বিগ্রহ করেন যিনি

৪৫) অনীশ্বর- যিনি স্বয়ং সকলের প্রভু

৪৬) সর্বজ্ঞ- যিনি সব কিছু জানেন

৪৭) পরমাত্মা- সব আত্মায় সর্বোচ্চ

৪৮) সোমসূর্যাগ্নিলোচন- চন্দ্র, সূর্য ও অগ্নিরূপী চোখ যাঁর

৪৯) হবি- আহূতি রূপী দ্রব্যের মতো

৫০) যজ্ঞময়- যজ্ঞস্বরূপ যিনি

৫১) সোম- উমা-সহ রূপ যাঁর

অনঘ নামেও তিনি পরিচিত।

৫২) পঞ্চবক্ত্র- পঞ্চ মুখ যাঁর

৫৩) সদাশিব- নিত্য কল্যাণ রূপী

৫৪) বিশ্বেশ্বর- সমগ্র বিশ্বের ঈশ্বর

৫৫) বীরভদ্র- বীর হওয়া সত্ত্বেও শান্ত স্বরূপ যাঁর

৫৬) গণনাথ- গণদের স্বামী

৫৭) প্রজাপতি- প্রজার পালনকর্তা

৫৮) হিরণ্যরেতা- স্বর্ণ তেজ যাঁর

৫৯) দুর্ধর্ষ- কারও চাপের কাছে নত হন না যিনি

৬০) গিরীশ- পর্বতের স্বামী

৬১) গিরীশ্বর- কৈলাস পর্বতে শয়ন করেন যিনি

৬২) অনঘ- পাপরহিত

৬৩) ভুজঙ্গভূষণ- সাপের আভুষণ ধারণ করেন যিনি

৬৪) ভর্গ- পাপনাশক

৬৫) গিরিধন্বা- মেরু পর্বতকে যিনি ধনুক বানিয়েছেন

৬৬) গিরিপ্রিয়- পর্বত প্রেমী

৬৭) কৃত্তিবাসা- গজচর্ম পরিধান করেছেন যিনি

৬৮) পুরারাতি- পুরদের বিনাশ করেছেন যিনি

৬৯) ভগবান- সর্বসমর্থ ঐশ্বর্য সম্পন্ন

৭০) প্রমথাধিপ- প্রমথগণের অধিপতি

৭১) মৃত্যুঞ্জয়- মৃত্যুকে জয় করেছেন যিনি

ললাটে তৃতীয় নেত্র থাকায় মহাদেবের আর এক নাম ললাটাক্ষ।

৭২) সূক্ষ্মতনু- সূক্ষ্ম শরীর যাঁর

৭৩) জগদ্ব্যাপী- জগতে ব্যাপ্ত বাস যাঁর

৭৪) জগদ্গুরু- জগতের গুরু

৭৫) ব্যোমকেশ- আকাশের মতো চুল যাঁর

৭৬) মহাসেনজনক- কার্তিকেয়র পিতা

৭৭) চারুবিক্রম- সুন্দর পরাক্রম যাঁর

৭৮) রুদ্র- ভয়ানক

৭৯ ভূতপতি- ভূতপ্রেত বা পঞ্চভূতের অধিপতি

৮০) স্থাণু- স্পন্দন বিহিন কূটস্থ রূপ যাঁর

৮১) অহির্বুধ্ন্য- কুণ্ডলিনী ধারণ করেছেন যিনি

৮২) দিগম্বর- নগ্ন, আকাশরূপী বস্ত্র ধারণকারী

৮৩) অষ্টমূর্তি- আটটি রূপ আছে যাঁর

৮৪) অনেকাত্মা- অনেক রূপ ধারণ করতে পারেন যিনি

৮৫) সাত্বিক- সত্ব গুণ যাঁর

৮৬) শুদ্ধবিগ্রহ- শুদ্ধমূর্তি যাঁর

৮৭) শাশ্বত- নিত্য থাকেন যিনি

৮৮) খণ্ডপরশু- ভাঙা পরশু ধারণ করেছেন যিনি

৮৯) অজ- জন্ম রহিত

৯০) পাশবিমোচন- বন্ধন থেকে মুক্ত করেন যিনি

৯১) মৃড- সুখস্বরূপ যাঁর

৯২) পশুপতি- পশুদের অধিপতি

৯৩) দেব- স্বয়ং প্রকাশরূপ যিনি

৯৪) মহাদেব- দেবতাদেরও দেবতা

৯৫) অব্যয়- খরচ হওয়া সত্ত্বেও ঘাটতি হয় না যাঁর

৯৬) হরি- বিষ্ণুস্বরূপ

৯৭) পূষদন্তভিৎ- পূষার দন্ত যিনি উপড়ে ফেলেছিলেন

৯৮) অব্যগ্র- কখনও ব্যথিত হন না যিনি

৯৯) দক্ষাধ্বরহর- দক্ষের যজ্ঞ নষ্ট করেছিলেন যিনি

১০০) হর- পাপ ও তাপ হরণ করেন যিনি

১০১) ভগনেত্রভিদ্- ভগ দেবতার চোখ নষ্ট করেছিলেন যিনি

 

পাশবিমোচন নামে খ্যাত মহাদেব সকলকে বন্ধন থেকে মুক্ত করেন।

১০২) অব্যক্ত- ইন্দ্রিয়ের সামনে প্রকট হন না যিন

১০৩) সহস্রাক্ষ- হাজারটি চোখ যাঁর

১০৪) সহস্রপাদ- হাজার পদ বিশিষ্ট

১০৫) অপবর্গপ্রদ- কৈবল্য মোক্ষ দান করেন যিনি

১০৬) অনন্ত- দেশকালবস্তু রূপী পরিছেদ রহিত

১০৭) তারক- সবার তারণ করেন যিনি

১০৮) পরমেশ্বর- সর্বাধিক পরম ঈশ্বর