সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উৎসব ২০২২ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় পূজা-অর্চনা-সংকীর্তন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯ শে আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাকেরহাটের শ্রী শ্রী চরণকালী হরিবাসর প্রাঙ্গণে খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রায় উদ্বোধনের পরে মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলার পাকেরহাটের প্রধান গুরুত্বপূর্ণ কিছু সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চরণকালী মন্দীরে এসে আলোচনায় সভায় অংশ নেয়।

খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাশের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রভাষক তুষার চন্দ্র রায় এর সঞ্চালনায় এসময় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জ্ঞানতাপস সেবা আশ্রমের অধ্যক্ষ শ্রী কান্তেস কুমার রায়,পূজা উদযাপন পরিষদের অন্যতম উপদেষ্টা ও দুহশুহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক-শ্রী ধনেশ্বর বর্মনসহ খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,খানসামা থানার ওসি তদন্ত তাওহীদুল ইসলাম (তৌহিদ), বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ খানসামা উপজেলার শাখার আহবায়ক জীতেন্দ্রনাথ রায়,সদস্য সচিব বিভুতি ভুষন শাহ্ (শিবু),সদস্য শ্রী মানিক চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্নস্তরের হিন্দু ধর্মাবলস্বী নারী পূরুষ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।