আজ শুক্রবার নওগাঁয় শ্রীশ্রী প্রণবমঠ সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসব পালিত হয়েছে। ঘনকুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নামতে থাকে সেবাশ্রম সংঘ প্রাঙ্গনে। সকাল ১০টার মধ্যেই ভক্তদের উপস্থিতি কানাই কানাই ভরে ওঠে সেবাশ্রম প্রাঙ্গন। সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী প্রণবমঠ তথা সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম জন্মদিন উপলক্ষ্যে বিশাল ধর্মীয় শোভাযাত্রা বের করে গোটা শহর প্রদক্ষিন করে ফের সেবাশ্রমে এসে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ প্রণবমঠের অধ্যক্ষ স্বামী দিগ্বিজয়ানন্দজী মহারাজ। পরে সেখানে অন্নকুট ভোগ, মাতৃসংঘের পূজা, এবং প্রণবানন্দের জীবনী নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্বামী দিগ্বিজয়া নন্দজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বামী সঙ্গীতানন্দজী মহারাজ, স্বামী মহিমানন্দজী মহারাজ, অধ্যাপক প্রনবরঞ্জন বসাক, ডা, স্বপন কুমার হালদার, প্রকৌশলী গুরুদাস দত্ত, ব্যাঙ্কার সত্যেন্দ্র নাথ পাল প্রমুখ। দিনভর সেখানে প্রসাদ বিতরন চলে ও অধিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।