সামাজিক মাধ্যমগুলোকে চাপে ফেলার নতুন পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া সরকার। অপ্রাপ্তবয়স্কদের নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেওয়ার আগে অভিভাবকের অনুমতি নিশ্চিত করতে হবে সামাজিক মাধ্যমগুলোকে।
অভিভাবকের অনুমতি নিশ্চিত করতে ব্যর্থ হলে কয়েক লাখ ডলারের জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানগুলোকে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অনলাইনে সাধারণ ব্যবহারকারীদের গোপনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন খসড়া আইন বিচার-বিবেচনা করছে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
সেটির বাস্তবায়ন হলে ফেইসবুক, রেডিট, হোয়াটসঅ্যাপের মতো সেবাদাতাদের ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না সেটি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং সবকিছুর উর্ধ্বে শিশুদের গুরুত্ব দিতে বাধ্য থাকবে ওই সামাজিক মাধ্যমগুলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।