মানুষটা বড় একা কি না, সে প্রশ্নের উত্তর জানার জন্য তার মুখের দিকে অন্তত তাকাতে হয়। বলতে হয় কথা। এরপর বেরিয়ে আসতে থাকে মনের গহিনে থাকা নিঃসঙ্গতার শব্দ, বাক্য। তবে এবার বোধহয় আর এতকিছুর দরকার হবে না।

শুধু রক্ত পরীক্ষাতেই কারও নিঃসঙ্গতার খবর জানা যাবে বলে দাবি করেছেন জাপানের একদল গবেষক। রক্তে থাকা নানা উপাদানে মিলবে এই তথ্য। ডেইলি মেইলের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

সব মিলিয়ে ৮৩ জনের রক্তের নমুনা পরীক্ষা করেন বিজ্ঞানীরা। এ পরীক্ষায় এমন তথ্য মিলেছে, যা থেকে বোঝা যাচ্ছে কেউ কেউ সমাজে থেকেও মানুষ থেকে বিচ্ছিন্ন। বেশ নিঃসঙ্গ কেউ কেউ।

যারা নিঃসঙ্গ তাদের রক্তে অ্যাকিলকারনিটাইন নামের এক পদার্থ পাওয়া গেছে। এর কারণে হৃদরোগে ভুগতে পারে মানুষ। কেউ বিষণ্নতায় ভুগলে রক্তে এই উপাদানের উপস্থিতির কারণে তা বোঝা যাবে।

ডায়ালগস ইন ক্লিনিক্যাল নিউরোসায়েন্স নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা প্রতিবেদন। মানুষের একাকিত্বের মূল উৎস বোঝার এটিই প্রথম পদক্ষেপ বলে মনে করছেন গবেষকরা।

তথ্যসূত্র: ডেইলি মেইল