ভিডিও কলিং সফটওয়্যার স্কাইপে ভাষা অনুবাদ সুবিধা চালু করেছে মাইক্রোসফট। ফলে ভিডিও কলে এক ভাষার কথা সরাসরি নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে শোনা যাবে।

শুধু তাই নয়, নিজের কথাও অন্য ভাষায় অনুবাদ করে শোনানো যাবে। ফলে ভিন্ন ভাষাভাষীরা স্বচ্ছন্দে একে অপরের সঙ্গে অনলাইন বৈঠক করতে পারবেন।

মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গেই মুখের কথা সরাসরি অনুবাদ করে শোনাবে স্কাইপ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অনুবাদ করা বাক্য বক্তার কণ্ঠস্বরের আদলে তাৎক্ষণিক শোনা যাওয়ায় স্বচ্ছন্দে আলোচনা করা যাবে। প্রাথমিকভাবে গ্রুপ ভিডিও কলে এ সুবিধা চালু করা হবে।