![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/Web_Photo_Editor-30-1.jpg)
বৈঠকে যোগ দেওয়ার সময় ও শেষে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা প্রতিষ্ঠান জুম। আপাতত একটি পাইলট বিজ্ঞাপন কর্মসূচী শুরু করছে তারা।
এই কর্মসূচীতে বৈঠক শেষ করার পর ব্রাউজার পেইজে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জেনিন পেলোসি।
সোমবার এক ব্লগ পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। ‘বেসিক সার্ভিস’ ব্যবহার করে অন্য কেউ বৈঠকের আয়োজন করলে, তাতে বিনামূল্যে সেবা ব্যবহারকারী যোগ দেওয়ার আগে বিজ্ঞাপন দেখতে পাবে বলে ওই ব্লগ পোস্টে উঠে এসেছে।
আপাতত “সুনির্দিষ্ট দেশ”-এ পরীক্ষাটি চলছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। কতদিন পাইলট কর্মসূচী চলবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি জুম। তবে জুম জানিয়েছে, বিজ্ঞাপন তাদেরকে বিনিয়োগে সমর্থন অব্যাহত রাখতে সহায়তা করবে এবং মানুষকে বিনামূল্যে সেবা ব্যবহার করতে দেবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।