সামাজিক যোগাযোগমাধ্যমে বৈচিত্র আনতে এবার ‘ভয়েস টুইট’ ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইটারের লাইভ আলাপচারিতার সেবা ‘স্পেসেস’ থেকে ৩০ সেকেন্ডের অডিও ক্লিপ নিয়ে টুইট করতে পারবেন ব্যবহারকারীরা।

তবে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টুইটার স্পেসেস’-এর সকল হোস্ট ফিচারটি ব্যবহার করতে পারছেন না এখন। আইওএস প্ল্যাটফর্মের সীমিত সংখ্যক হোস্ট এই পরীক্ষামূলক প্রকল্পে অংশ নিচ্ছেন।

অ্যান্ড্রয়েড ও ওয়েব সংস্করণের ব্যবহারকারীরাও শিগগিরই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। ‘স্পেসেস’-এর আলাপচারিতার ৩০ সেকেন্ডের অডিও রেকর্ড করতে পারবেন হোস্টরা; তারপর সেটা টুইটও করা যাবে। তবে ফিচারটির যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আইওএস প্ল্যাটফর্মে হচ্ছে বলে অডিও টুইট শোনার সুযোগ পাচ্ছেন কেবল আইওএস ব্যবহারকারীরাই।

 

 

কলমকথা/ বিথী