মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যামেরা ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো নিয়ে আসছে দুইটি নতুন মডেলের বিশেষায়িত ক্যামেরা। আগামী বছরই ক্যামেরার এই দুইটি মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিক উডম্যান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কোম্পানির শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপস্থাপনায় তিনি জানিয়েছেন,

বর্তমান ‘হিরো’ ও ‘ম্যাক্স’ মডেলের বাইরে ২০২৩ সালে আরও দুইটি নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে তাদের। তবে নতুন মডেলেও এখনকার ক্যামেরা প্রযুক্তিই ব্যবহার করবে গোপ্রো। কোম্পানির প্রতিষ্ঠাতা উডম্যান বলেছেন, প্রতিষ্ঠানের আগের ব্যবসা কৌশল ছিলো একই ক্রেতার জন্য একাধিক মডেলের ক্যামেরা বানানো। কিন্তু এবার বিশেষায়িত মডেল নির্মাণের পরিকল্পনা করেছে গোপ্রো,

যা একেবারেই ভিন্ন ক্রেতাদের আকৃষ্ট করবে। এছাড়া পেশাদার ফটোগ্রাফির বাজার ধরার কথাও বলেছেন উডম্যান। নতুন ক্যামেরার পাশাপাশি সফটওয়্যারভিত্তিক নতুন সেবার কথাও বলেছে গোপ্রো। ভবিষ্যতে ক্লাউড সেবা এবং সাবস্ক্রিপশন-ভিত্তিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আনবে প্রতিষ্ঠানটি।

 

কলমকথা/বি সুলতানা