ফেসবুকে আর নিউজ ফিড থাকছে না। এতো দিন থাকলেও সেটি পরিবর্তে শুধু ফিড থাকবে বলে ফেসবুকের অফিসিয়াল পেজে এই ঘোষণা দিয়ে জানানো হয়েছে। আরও আগে একটি পরিবর্তন করছেন ফেসবুক। যেটি আগে ছিল ওয়াল এখন সেটি টাইম লাইন।
কিন্তু কেন এই বদল?
এ বিষয়ে মার্ক জাকারবার্গের সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইউজাররা তাদের ফিডে যে বৈচিত্রময় কনটেন্ট দেখেন তাকে আরও ভালভাবে প্রতিফলিত করতেই এই পরিবর্তনের পথে হাঁটছেন তারা। এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এর পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য।
ফেসবুকের বিরুদ্ধে ভুয়া খবর ছড়িয়ে পড়ারব অভিযোগ উঠেছে বহু বার। তাই নিউজ ফিড থেকে শুধু ফিড নাম দিয়ে ফেসবুক বোঝাতে চাইছে এটা কোনও মতেই খবরের ফিড নয়।
আসলে জাকারবার্গ বহুদিন ধরেই জানিয়েছেন, তারা ফেসবুককে খবরের উৎস হিসেবে পরিচিত করতে চান না। নতুন পদক্ষেপে যেন তারই আভাস।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।