![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/e9c572d7-58aa-49dd-aa5d-53e067bddeb5_wl.jpg)
মেঞ্জারের চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফাঁসানোর দিন শেষ। এখন থেকে স্ক্রিনশট নিতে পারবেন না বলে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ফেসবুকের প্রতিষ্ঠাতা এক পোস্টের মাধ্যমে জানান, মেসেঞ্জারের নতুন ফিচারটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ এর পর ক্রমান্বয়ে সারাবিশ্বে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ফিচারটি উপভোগ করতে পারবেন। এই ফিচারটি ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ আরও জানান, মেসেঞ্জারের অ্যান্ড টু অ্যান্ড চ্যাটিংয়ে নতুন আপডেট আসছে। কেউ যদি ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন। পোস্টে জাকারবার্গ তার ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের একটি কনভারসেশনের স্ক্রিনশটও যুক্ত করেন।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।