এবার নতুন মিশনে নেমেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প। নন-ফাঞ্জেবল টোকেন (এনএফটি) এবং ব্লকচেইন প্রযুক্তির কোম্পানি চালু করেছেন যুক্তরাষ্ট্রের এই সাবেক ফার্স্ট লেডি। সাম্প্রতিক সময়ে ডিজিটাল সম্পত্তি নিয়ে সেলিব্রেটিদের উদ্যোগের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন তিনি।
এনএফটি এক প্রকার ডিজিটাল সম্পত্তি যা ব্লকচেইনে জমা থাকে। নেটওয়ার্কে যুক্ত একটি কম্পিউটারের মাধ্যমে ব্লকচেইনের লেনদেন ও জমা-খরচের হিসাব রাখে। ব্লকচেইনটি এনএফটির বিষয়ে কোনো তথ্যের সত্যতা এবং এর মালিকের পরিচয় নিশ্চিত করে।
‘মেলানিয়াস ভিশন’ ট্রাম্প পত্নীর কোম্পানির প্রথম এনএফটির নামকরণ করা হয়েছে, যা একটি ওয়াটারকালার আর্ট। এটি শিল্পী মার্চ-অ্যান্টোনি কুউলন এঁকেছিলেন। এ উদ্যোগ থেকে অর্জিত আয়ের একটি অংশ শিশুদের সেবায় ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এ এনএফটি কিনতে পারবেন আগ্রহীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।