মহাকাশ নিয়ে মানুষে আগ্রহের কমতি নেই। মহাকাশ বিজ্ঞানীরা একের পর এক নতুন নতুন তথ্য জানিয়ে বিশ্ববাসীকে অবাক করে দিচ্ছেন। শুক্র ও মঙ্গল গ্রহ নিয়েও নানা তথ্য অনুসন্ধান করছেন বিজ্ঞানীরা। অ্যাস্ট্রোফিজিসিস্ট গ্রেগ লাঘলিং বলছেন, এ দুই গ্রহের আসলে তেমন কোনো দাম নেই।
এর মধ্যে শুক্র বা ভেনাস গ্রহ কার্যত মূল্যহীন। খবর ডেইলি মেইলের। গ্রেগ লাঘলিং বিভিন্ন গ্রহের বয়স, অবস্থা এবং খনিজ ইত্যাদির ভিত্তিতে দাম নির্ধারণ করেছেন। তার মতে, মঙ্গলের দাম ১৩ লাখ ৮৮ হাজার টাকা। শুক্রের দাম মাত্র ৮০ পয়সা। এতটাই কম মূল্য যে যদি এই গ্রহ বিক্রির জন্য তোলা হয়, হয়তো আপনিও নিজের পকেটের টাকায় তা কিনে ফেলতে পারবেন! শুক্র হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ।
এ গ্রহটিকে অনেক সময় পৃথিবীর বোন বলে আখ্যায়িত করা হয়। কারণ, পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে।
শুক্র গ্রহে বিশাল পাহাড়, সমতল ভূমি ও অনেক আগ্নেয়গিরি রয়েছে বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন। তবে পৃথিবীর দাম কত তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেগ লাঘলিং। এদিকে, ট্রিহাগার ডটকম নামে একটি ওয়েবসাইট অনুযায়ী, গোটা পৃথিবীর দাম চার লাখ ৩১ হাজার ৩১২ ট্রিলিয়ন ডলার।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।