

ইন্টারনেট সেবায় ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন না করায় ৬৫টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ২৬৭তম কমিশন সভায় এসব আইএসপিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১০ কার্য দিবসের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জরিমানা করা আইএসপিগুলোর তালিকা বিটিআরসির (http://www.btrc.gov.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।