মানুষ যে হারে এখন অনলাইনে গাড়ি কেনাবেচা করছে তাতে নড়চড়ে বসেছে বিশ্বের টেক জায়ান্টগুলো। এবার নিজেদের সার্চ ইঞ্জিনে ‘ভেহিকল অ্যাড’ নামের নতুন একটি সুবিধা চালু করছে গুগল। এতে কাছাকাছি থাকা বিক্রয়যোগ্য গাড়ির বিজ্ঞাপনগুলো দেখা যাবে।

নিজস্ব ব্লগ সাইটের একটি বিবৃতিতে মার্কিন টেক জায়ান্ট গুগল লিখেছে, বেশিরভাগ মানুষই তাদের নতুন গাড়ি খুঁজতে এখন ওয়েবের দিকে ঝুঁকছে। ৮৯ শতাংশ নতুন গাড়ি ক্রেতাই তাদের গাড়ি কেনার আগে অনলাইনে খোঁজ করেন। ২০২১ সালে নতুন গাড়ি ক্রেতাদের শতকরা ১৬ জনই অনলাইন থেকে গাড়ি কিনেছেন।

তিনবছর আগেও মাত্র এক শতাংশ মানুষ অনলাইনে গাড়ি কিনতেন। গাড়ি সংক্রান্ত কী ওয়ার্ড যেমন ‘২০১৯ এসইউভি ফর সেল’, ‘২০১৭ ইউজড ক্রসওভার’ ইত্যাদি লিখে সার্চ দিলে বিজ্ঞাপনগুলো দেখাবে এবং ‘ভেহিকল ফর সেল’ লেবেলটি উপরে বামপাশে দেখা যাবে। অফার করা দামে কাছাকাছি থাকা গাড়িগুলো কেনা ও সরবরাহ করা যাবে।

একটি কার্ডে গাড়ির ফিচার কভার ইমেজ, প্রস্তুতকারক ও মডেল, দাম, মাইলেজ, ডিলারশিপের নাম এবং শহর ইত্যাদি দেয়া থাকবে। কীভাবে ট্যাক্স, শিরোনাম, প্রক্রিয়াকরণ ফি প্রযোজ্য হতে পারে সেটি গুগল তাদের ব্লগে বিস্তারিত উল্লেখ করেছে।

 

 

কলমকথা/ বিথী